নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্র্যাকের ‘শিখা প্রকল্প’র উদ্যোগে তিনদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্স ‘শিখা প্রকল্প’র উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের তিনদিনব্যাপী সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭-২৯ অক্টোবর, ২০২৫) থেকে শুরু হয়ে বৃহস্পতিবার শেষ হয়। রাজশাহীতে নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করছে ‘শিখা প্রকল্প’। এই প্রকল্পের আওতায় জেন্ডার বেসড ভায়োলেন্স, বুলিং এবং যৌন নির্যাতন প্রতিরোধে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অভ্যন্তরীণ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী নিয়ে এই সুরক্ষা সচেতনতা বিষয়ক ট্রেনিং সেশন অনুষ্ঠিত হয় । রাজশাহীতে নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্স এর অধীনে কাজ করবে ‘শিখা প্রকল্প’। যা জেন্ডারভিত্তিক সহিংসতা, হয়রানির প্রতিরোধ এবং প্রতিক্রিয়া জোরদার করে ব্যক্তিগত ও জনপরিসরে নারীর জন্য নিরাপদ পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করবে। আগামী চার বছরে প্রকল্পটি রাজশাহীসহ পাঁচটি গুরুত্বপূর্ণ জেলায় বাস্তবায়িত হবে। রাজশাহী জেলায় ৯টি উপজেলার ৬০টি স্কুল ও ৪টি ইউনিভার্সিটি নিয়ে কাজ করবে। এরই ধারাবাহিকতায় সোমবার নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত ‘শিখা প্রকল্প’র শিক্ষকদের সচেতনতামূলক ট্রেনিং সেশন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. আনসার উদ্দিন, বিশ্ববিদ্যালয়টির যৌন নির্যাতন বিষয়ক প্রতিরোধ কমিটির সেক্রেটারি ড. নাসরিন লুবনা। শেষদিন বৃহস্পতিবার ট্রেনিং সেশনটি পরিচালনা করেন ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্স এর সিনিয়র সোশ্যাল কমপ্লায়েন্স ডেভেলপার রাশেদ-উজ-জামান ভুঁইয়া। এই কর্মশালার মাধ্যমে কর্মস্থলে লিঙ্গভিত্তিক সহিংসতা, বুলিং ও যৌন হয়রানি বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ও সম্মানজনক পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। এসময় শিখা প্রকল্পের কর্মকর্তাগণ এই প্রশিক্ষণ প্রদান করেন।