নর্থ বেঙ্গল ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক মোখলেছুর রহমানের ইন্তেকাল

২৯ জুলাই ২০১৯ :
প্রেস বিজ্ঞপ্তি : মোখলেছুর রহমান পলাশ, Moklasur Rohoman Polashনর্থ বেঙ্গল ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস স্টাডিজ বিভাগের শিক্ষক মোখলেছুর রহমান (পলাশ) নাটোরের হালতি বিলে নৌকা দূর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাযা আজ বাদ জোহর (দুপুর ১.৩০ মিনিট) রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাযায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক, উপ-উপাচার্য প্রফেসর ড. আবদুল জলিল, চিফ কো-অর্ডিনেটর প্রফেসর ড. পিএম সফিকুল ইসলাম, রেজিস্ট্রার, প্রক্টরসহ সকল শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জানাযায় অংশগ্রহণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমূখ। মরহুমের নামাজে জানাযা শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কবরস্থানে দাফন কাজ সম্পন্ন হয়। আগামীকাল মঙ্গলবার (৩০ জুলাই, ২০১৯) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক মোখলেছুর রহমান পলাশের রুহের মাগফেরাত কামনায় শোকসভা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত শনিবার (২৭.০৭.২০১৯) নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির চারজন শিক্ষকসহ সাতজনের একটি দল নৌকা ভ্রমণে নাটোরের নলডাঙ্গার হালতি বিলে যান। নৌকাতে চড়ে বিলে বেড়ানোর সময় প্রচন্ড ঢেউয়ের ধাক্কায় নৌকা থেকে পানিতে পড়ে যান সহকর্মী শিক্ষক প্রাপ্তি সাহা। প্রাপ্তি সাহা সাঁতার না জানায় তাঁকে উদ্ধারে পানিতে লাফ দেন শিক্ষক মোখলেছুর রহমান ও নৌকার মাঝি। মাঝিসহ প্রাপ্তি সাহাকে উদ্ধার করা গেলেও বিলের পানির নিচে তলিয়ে নিখোঁজ হন শিক্ষক মোখলেছুর রহমান। খবর পেয়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে শিক্ষককে উদ্ধারের জন্য অভিযানে নামে। দুইদিন পর সোমবার সকালে ঘটনাস্থল থেকে বহুদুরে মহিশমারি এলাকায় শিক্ষক মোখলেছুরের মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবার।

মোখলেছুর রহমান পলাশ, Moklasur Rohoman Polash