এনবিআইইউতে জাতীয় মহিলা ফুটবল দলের সেরা খেলোয়াড় আঁখি খাতুন-কে সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি (২৭ অক্টোবর ২০১৯) : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-তে (এনবিআইইউ) জাতীয় মহিলা ফুটবল দলের গোল্ডেন বুট জয়ী সেরা খেলোয়াড় আঁখি খাতুন-কে সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় রাজশাহী মহানগরীর আলুপট্টিস্থ ইউনিভার্সিটির একাডেমিক ভবনের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নারীনেত্রী ও সংগঠক অধ্যাপিকা রাশেদা খালেক বলেন, প্রত্যন্ত অঞ্চল থেকে সব প্রতিবন্ধকতা অতিক্রম করে আঁখি এখন দেশের গর্বিত সন্তান। আঁখি খাতুনকে বাংলাদেশ গড়েছে, আঁখিও দেশে খেলোয়াড় গড়ে তুলুক। নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাবির সাবাশ বাংলাদেশ চত্বরে আঁখির প্রথম ফুটবল স্পর্শের ভেতর দিয়ে প্রমিলা টিম গঠন করে ইতিহাস সৃষ্টি করুক, সেই সাথে দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক গন্ডিতে পা রাখুক এই প্রত্যাশা করেন তিনি। অনুষ্ঠানের উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক প্রফেসর ড. আবদুল খালেক বলেন- দু’বার গোল্ডন বুট পেয়ে প্রতিভার বিকাশ ঘটিয়ে আঁখি খাতুন দেশে খেলাধুলার মান বাড়িছেন। দারিদ্রতার ভেতর আদর্শগত দেশপ্রেমে পিতার উদারতা এবং উৎসাহ তাঁকে ফুটবলার করেছে। তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখেন অবিলম্বে যেন আঁখিকে তাঁর দানের বাড়িটি বুঝে পায় এবং সে যেন বাড়িতে উঠতে পারে সেই ব্যবস্থা করার অনুরোধ জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. আবদুল জলিল। অনুষ্ঠানে স্মৃতিস্মারণ করেন আঁখি খাতুন এবং তার বাবা আকতার হোসেন। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক জোনাব আলী, ড. নাসরিন লুবনা, শিক্ষার্থী সুলতানুল আরেফিন, তিথি সাহা প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবাশ বাংলাদেশ চত্বরে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মহিলা ফুটবল টিম গঠন করা হয় এবং আঁখি খাতুনের নেতৃতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।