প্রেস বিজ্ঞপ্তি (২৬ মার্চ ২০২১): বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এনবিআইইউ)-তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় রাজশাহী নগরীর আলুপট্টিস্থ ইউনিভার্সিটির একাডেমিক ভবনের সামনে থেকে র্যালি নিয়ে রাজশাহী কলেজের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। সেখানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর সকাল ১১টায় ইউনিভার্সিটির কনফারেন্স রুমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সভায় ভার্চুয়াল পদ্ধতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টিবোর্ডের মাননীয় চেয়ারম্যান বিশিষ্ট কবি, কথাসাহিত্যিক, নারী উদ্যোক্তা অধ্যাপক রাশেদা খালেক। তিনি বলেন-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই আজ আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করছি। পরাধীনতার শৃঙ্খল থেকে আমাদের মুক্ত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আমরা একসাথে পালন করছি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচেছ। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। শিক্ষা, অর্থনীতি, চিকিৎসা সর্বক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে চলেছে। তিনি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের আরো সমৃদ্ধি কামনা করেন।
ভার্চুয়াল পদ্ধতিতে সভাপতির বক্তব্যে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। আজ আমাদের আনন্দের দিন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি। আমাদের নতুন প্রজন্ম নতুনভাবে সামনের দিকে এগিয়ে যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন তা আজ বাস্তবায়ন হয়েছে। বাংলাদেশ এখন সকল ক্ষেত্রে উন্নয়নে এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, ট্রেজারার প্রফেসর ড. মদন মোহন দে, চীফ-কো অর্ডিনেটর প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম, ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর আব্দুর রউফ। ছাত্রকল্যাণ উপদেষ্টা হাসান ঈমাম সুইটের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় প্রধান/চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।