২৬ মার্চ ২০১৯ :
প্রেস বিজ্ঞপ্তি : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এনবিআইইউ)-তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দুইদিনব্যাপী কর্মসূচির ১ম দিন মঙ্গলবার সকাল ৯টায় নগরীর আলুপট্টিস্থ ইউনিভার্সিটির একাডেমিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিলের নেতৃত্বে র্যালি নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী কলেজের শহীদ মিনারে গিয়ে পুস্পস্তবক অর্পণ করেন। মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভাগীয় প্রধান/চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের দ্বিতীয়দিন বৃহস্পতিবার বিকেল ৩টায় আলোচনা সভা, মেধাপুরস্কার ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে।