নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

News & Events Image

২৬ ও ২৭ মার্চ ২০১৮ :
প্রেস বিজ্ঞপ্তি : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এনবিআইইউ)-তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দুইদিনব্যাপী কর্মসূচির ১ম দিন সোমবার সকাল ৯টায় নগরীর আলুপট্টিস্থ ইউনিভার্সিটির একাডেমিক ভবনের সামনে জাতীয় পতাকা ও ইউনিভার্সিটির পতাকা উত্তোলন করেন ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান বরেণ্য কথাসাহিত্যিক, নারীনেত্রী অধ্যাপিকা রাশেদা খালেক ও উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক। এসময় উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, ট্রেজারার প্রফেসর অবায়দুর রহমান প্রামানিক, চীফ কো-অর্ডিনেটর প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম, রেজিস্টার রিয়াজ মোহাম্মাদ, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর ইউনিভার্সিটির সামনে থেকে প্রভাতফেরির র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী কলেজের শহীদ মিনারে গিয়ে পুস্পস্তবক অর্পণ করে। News & Events Image এদিন ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে দেয়াল পত্রিকার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের দ্বিতীয়দিন মঙ্গলবার বিকেল ৩টায় আলোচনা সভা ও মহান শিশু দিবসে অনুষ্ঠিত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। শিশু চিত্রাঙ্গন প্রতিযোগিতায় ক-গ্রুপে প্রথম হয় নাসিফ আব্দুল্লাহ, দ্বিতীয় হন মাসিয়াত আরা রিমি, তৃতীয় সারাবেলা শাহ্। খ-গ্রুপে প্রথম হয় তাসফিয়া তাসীন, দ্বিতীয় ইসহাক আলী, তৃতীয় রুবাইয়া ইসলাম। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ইউনিভার্সিটির বিভিন্ন ক্লাবের সহযোগিতায় এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।

News & Events Image