প্রেস বিজ্ঞপ্তি (২৫ নভেম্বর, ২০২১): নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে “বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, রুল্স এন্ড স্ট্যান্ডার্ড্স” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী নগরীর চৌদ্দপাইস্থ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক। প্রধান বক্তা হিসেবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট্রেশন উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র সাবেক অতিরিক্ত পরিচালক এবং পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. জাহানুর রহমান। নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রদায়ক হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক আব্দুল কুদ্দুস। প্রফেসর ড. শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. মদন মোহন দে, রেজিস্ট্রার জনাব রিয়াজ মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক মো. জোনাব আলী, প্রক্টর ড. আজিবার রহমান, ছাত্র উপদেষ্টা হাসান ঈমাম সুইটসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর ও শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।