নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

২৪ ডিসেম্বর ২০১৮ :
প্রেস বিজ্ঞপ্তি : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এমএসএস ১৩তম ব্যাচ (১ বছর মেয়াদী) এবং ১০ম ব্যাচ (২ বছর মেয়াদী) মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় রাজশাহী মহানগরীর আলুপট্টিস্থ ইউনিভার্সিটির কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট কথাশিল্পী, নারী উদ্যোক্তা ও নারীনেত্রী অধ্যাপিকা রাশেদা খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য বিশিষ্ট লোকবিজ্ঞানী প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মকসুদুর রহমান। সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক।
News & Events Image স্বাগত বক্তব্য রাখেন বিভাগের শিক্ষক আফরোজা আক্তার এ্যানি, তসলিম হাসান সাগর এবং বিদায়ী শিক্ষার্থীবৃন্দ। সঞ্চালনায় ছিলেন বিভাগের কো-অর্ডিনেটর স্বপ্না খাতুন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ফুল, ক্যালেন্ডার, ক্রেস্ট, স্যুভিনির, ফাইল ও কলম প্রদান করেন।