প্রেস বিজ্ঞপ্তি (২৪ জানুয়ারি ২০২০): নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের কয়েকটি ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা-২০২০ অনুষ্ঠিত হয়েছে। পরে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার দিনব্যাপী রাজশাহী মহানগরীর আলুপট্টিস্থ ইউনিভার্সিটির চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট কথাশিল্পী, নারী উদ্যোক্তা ও নারীনেত্রী অধ্যাপিকা রাশেদা খালেক। সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য বিশিষ্ট লোকবিজ্ঞানী প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, ফুড এহলিক এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোর্শেদ জামান শাকিল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের প্রফেসর ও এনবিআইইউ’র খন্ডকালীন প্রফেসর ড. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে ইউনিভার্সিটির রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ, অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীরা ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণ করেন। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের দক্ষ প্রকৌশলী হিসেবে গড়ে উঠে দেশে-বিদেশে স্বাক্ষরতার অবদান রাখার আহ্বান জানান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইইই বিভাগের শিক্ষক সারজানা সাবাব ও সিএসই বিভাগে’র শিক্ষক মহিউদ্দিন আহম্মেদ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ফুল, ক্রেস্ট ও ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।