(প্রেস বিজ্ঞপ্তি, ২৩ অক্টোবর ২০২৫): নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-তে (এনবিআইইউ) স্প্রিং ও অটাম -২০২৫ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। একই সাথে মেধাবী শিক্ষার্থীদের মেধা পুরস্কার, ইনডোর গেমস ও রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহী মহানগরীর চৌদ্দপাই-এ ইউনিভার্সিটির কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো আনসার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, রেজিস্ট্রার ড. আজিবার রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মকসুদুর রহমান, ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ড. নাসরিন লুবনা। শিক্ষার্থীদের সঞ্চালনায় অনুষ্ঠানে সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।