প্রেস বিজ্ঞপ্তি (২২ সেপ্টেম্বর ২০২০): স্বাস্থ্যবিধি মেনে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) সমাজবিজ্ঞান বিভাগের সামার-২০২০ সেমিস্টারের মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার রাজশাহী নগরীর আলুপট্টিস্থ ইউনিভার্সিটির উপাচার্য দপ্তরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট নারীনেত্রী অধ্যাপিকা রাশেদা খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক। এসময় উপস্থিত ছিলেন চিফ কোঅর্ডিনেটর প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. কামরুন্নাহার, প্রভাষক রাবেয়া খাতুন, ড. আজিজুল আলম এবং বিদায়ী শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ ও নীতিবান মানুষ হিসেবে গড়ে উঠার পরামর্শ দেন। একই সাথে বিশ্ববিদ্যালয়ের দূত হিসেবে দেশে-বিদেশে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।