২২ জুলাই ২০১৯ :
প্রেস বিজ্ঞপ্তি : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এনবিআইইউ)-এর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে "Workshop on IoT, Arduino & Microcontrollers" শীর্ষক দুই ঘন্টা ব্যাপী একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে তথ্য ও প্রযুক্তিতে ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের এগিয়ে রাখতে সোমবার রাজশাহী মহানগরীর আলুপট্টিস্থ ইউনিভার্সিটির নেটওয়ার্কিং ল্যাবে এ ওয়ার্কশপের আয়োজন করা হয়। ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে এ ওয়ার্কশপে প্রধান বক্তা হিসেবে ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের প্রভাষক শুভ্র প্রকাশ বিশ্বাস। ওয়ার্কশপ অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ইইই বিভাগের কো-অর্ডিনেটর রকিবুল হাসান এবং সিএসই বিভাগের কো-অর্ডিনেটর ইফতেখার হোসেন । ওয়ার্কশপে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ইইই এবং সিএসই বিভাগের প্রায় ৪০ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ওয়ার্কশপ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে সনদপত্র প্রদান করা হয়।