২২ মার্চ ২০১৮:
প্রেস বিজ্ঞপ্তি : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। এ্যাকটিভ সিটিজেনস এর ৮৯তম ব্যাচের উদ্যোগে রাজশাহী নগরীর আলুপট্টিস্থ বঙ্গবন্ধু চত্বরে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান কথাশিল্পী নারীনেত্রী অধ্যাপিকা রাশেদা খালেক, উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক বেলা ১১টার দিকে এই ক্যাম্পের উদ্বোধন করেন। পরে এনবিআইইউ’র কনফারেন্স রুমে ‘ব্লাড ফর লাইফ’ শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তব্য রাখেন এনবিআই্ইউ’র উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ, আইন বিভাগের কো-অর্ডিনেটর ড. নাসরিন লুবনা। এছাড়া সেমিনারে ডা. ফাহমিদুর রহমান মানুষের জীবনে রক্তের গুরুত্ব ও ব্লাড গ্রুপ পরীক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন। ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পে শিক্ষার্থীরা রক্তের গ্রুপ পরীক্ষায় ছিলেন রাজশাহী ন্যাশনাল হেলথ ইন্সটিটিউট-এর শিক্ষার্থী মুরাদ হোসাইন, আশরাফুল ইসলাম, মুনিরা খাতুন। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন খবর২৪ঘন্টা.কম।