প্রেস বিজ্ঞপ্তি (২১ অক্টোবর ২০২০): স্বাস্থ্যবিধি মেনে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) একাডেমিক কাউন্সিলের নবম সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর বুধবার বেলা ১১টায় রাজশাহী মহানগরীর আলুপট্টিস্থ ইউনিভার্সিটির একাডেমিক ভবনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন একাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক রাশেদা খালেক, প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. আব্দুর রউফ, যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. দুলাল চন্দ্র বিশ্বাস, বিভাগীয় প্রধান- ড. নূর-ই-এলিস আকতার জাহান, ড. মুহাম্মদ আজিবর রহমান, ড. মোছাম্মৎ কামরুন্নাহার, মো. সাজেদুল ইসলাম, কোঅর্ডিনেটর- ড. নাসরীন লুবনা, মো. ইফতেখার হোসেন, আবুজার সহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিবৃন্দ এবং একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ। এছাড়া বিশেষ আমন্ত্রণক্রমে উপস্থিত ছিলেন এনবিআইইউ’র পরীক্ষা নিয়ন্ত্রক মো. জোনাব আলী।