প্রেস বিজ্ঞপ্তি (২১ ফেব্রুয়ারি ২০২১): ‘মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলাভাষা’ প্রতিপাদ্যে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশাল ইউনিভার্সিটিতে (এনবিআইইউ) যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের শুরুতে রবিবার সকাল ৯টায় ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নারী উদ্যোক্তা ও কথাসাহিত্যিক অধ্যাপক রাশেদা খালেক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর আব্দুর রউফ। ছাত্রকল্যাণ উপদেষ্টা হাসান ইমাম সুইট এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কোঅর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে সকাল ১০টায় প্রভাতফেরী র্যালি সহ রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে মহান শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ এবং শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।