নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইকিউএসি দপ্তর পরিদর্শন করলেন ইউজিসির প্রতিনিধি দল

প্রেস বিজ্ঞপ্তি (২০ জুলাই, ২০২৫): নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) পরিদর্শন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক প্রতিনিধি দল। শনিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী নগরীর চৌদ্দপাইস্থ ইউনিভার্সিটির আইকিউএসি দপ্তর পরিদর্শন করেন। প্রতিনিধি দলে ইউজিসির মাননীয় সদস্য প্রফেসর ড. মাসুমা হাবিবের নেতৃত্বে পরিদর্শনকালে আরো উপ স্থিত ছিলেন ইউজিসির এসপিকিউএ বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকার এবং উপ-পরিচালক মোহাম্মদ মনির উল্লাহ। উচ্চশিক্ষার গুনগত মান নিশ্চিতকরণে আইকিউএসির গুরুত্ব অপরিহার্য। বিশ্ববিদ্যালয়সমূহের আইকিউএসির কার্যক্রম অধিকতর গতিশীল ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদানের লক্ষ্যে সরেজমিনে আইকিউএসি পরিদর্শন ইউজিসির এসপিকিউএ বিভাগের অন্যতম একটি কর্মকাণ্ড। এরই ধারাবাহিকতায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইকিউএসি দপ্তর পরিদর্শন করা হয়। এসময় ইউনিভার্সিটির মাননীয় ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. আনসার উদ্দিন, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান, আইকিউএসির অতিরিক্ত পরিচালক মো. সাজেদুল ইসলাম, ছাত্র উপদেষ্টা ড. নূরে এলিস আকতার জাহান, প্রক্টর এজেএম নূর ই আলম, টিএসসির পরিচালক ড. নাসরিন লুবনাসহ বিশ্ববিদ্যালয়ের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।