১৯ মার্চ, ২০১৮:
প্রেস বিজ্ঞপ্তি : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এনবিআইইউ) ‘প্রোজেক্ট সাইবার নিরাপত্তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় রাজশাহীর আলুপট্টিস্থ ইউনিভার্সিটির কনফারেন্স রুমে ব্রিটিশ কাউন্সিল, সিসিডি বাংলাদেশ, রেডিও পদ্মার সহযোগিতায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) সাইবার ক্রাইম বিশেষজ্ঞ আবু আহাম্মদ আল মামুন। এসময় তিনি বর্তমান প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কিভাবে নিরাপদ থাকা যায় এবং সাইবার ক্রাইম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদেরকে সাইবার ক্রাইম বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনবিআইইউ’র রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ, সমাজবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর ড. মোসা. কামরুন্নাহার, আইন বিভাগের কো-অর্ডিনেটর ড. নাসরিন লুবনা। সেমিনারটি উপস্থাপনায় ছিলেন শিক্ষার্থী জুবায়ের সোবহান নিলয় ও তানিয়া আক্তার। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।