প্রেস বিজ্ঞপ্তি (১৯ জানুয়ারি ২০২০): মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক মনোনীত নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল দ্বিতীয়বারের মতো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার বেলা ১২টায় (১৯ জানুয়ারি ২০২০) রাজশাহী মহানগরীর আলুপট্টিস্থ ইউনিভার্সিটিতে উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক উপ-উপাচার্যের হাতে নিয়োগপত্র তুলে দেন। এসময় বিশ্ববিদ্যালয়ের চিফ কো-অর্ডিনেটর প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম, রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দের পক্ষ থেকে উপ-উপাচার্যকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধিতে সর্বদায় সচেষ্ট থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল ১৯৬৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এম.এ এবং ১৯৮৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রী অর্জন করেন। ১৯৮৮ সালের ৮ ফেব্রুয়ারি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সহকারী অধ্যাপক পদে যোগদান করেন। ১৯৯৬ সালে তিনি উক্ত বিভাগে প্রফেসর পদে উন্নীত হন। তিনি রা.বি’র বাংলা বিভাগের সভাপতি ছাড়াও ফোকলোর, নাট্যকলা ও সঙ্গীত বিভাগের সভাপতির পদ অলংকৃত করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণের পর ২০১৩ সালে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফোকলোর বিভাগের সভাপতি এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে কো-অর্ডিনেটর একাডেমিক পদে অধিষ্ঠিত হন। এরপর ২০১৫ সালে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য হিসেবে প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল মনোনিত হন। চার বছর শেষে পুনরায় দ্বিতীয়বারের মতো তিনি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন। প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল বাংলাদেশের একজন লব্ধ প্রতিষ্ঠিত গবেষক। তিনি বহু গ্রন্থের প্রকাশক। সাহিত্য, ফোকলোর, ইতিহাস এবং নৃ-তত্ত্বের মতো জটিল বিষয়ে তাঁর রয়েছে অবাধ বিচরণ। তিনি দেশে-বিদেশে অসংখ্য সেমিনারে যোগদান করেন এবং নানা পদকে ভূষিত হয়েছেন।