১৮ সেপ্টেম্বর ২০১৮ :
প্রেস বিজ্ঞপ্তি : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) বিজনেস স্টাডিজ বিভাগের এমবিএ প্রোগ্রামের সোমালিয়ান শিক্ষার্থী ইউনূস ওসমান আরাতি-কে বিদায় সংবর্ধনা ও সনদ প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় রাজশাহী নগরীর আলুপটিস্থ ইউনিভার্সিটির সংশ্লিষ্ট বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সনদ প্রদান অনুষ্ঠানে এনবিআইইউ’র ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট নারীনেত্রী অধ্যাপিকা রাশেদা খালেক ও উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক বিদেশি শিক্ষার্থী ইউনূস ওসমান আরাতি-কে এ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণের জন্য আন্তরিক অভিনন্দন জানান। ইউনূস সাক্ষরতার অবদানের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গণে বিশ্ববিদ্যালয়ের দূত হিসেবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষার্থী ইউনুস ওসমান আরাতি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উচ্চশিক্ষার মান, পরিবেশ ও শিক্ষাদান পদ্ধতি নিয়ে খুবই সন্তোষ প্রকাশ করেন এবং অন্যকে এ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণের জন্য অনুপ্রাণিত করবেন বলে অভিমত প্রকাশ করেন। অনুষ্ঠানে ট্রেজারার ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর অবায়দুর রহমান প্রামাণিকের সভাপতিত্বে রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ, বিভাগীয় প্রধান আনওয়ারুল কামাল চৌধুরী, কো-অর্ডিনেটর সাজেদুল ইসলাম, সহকারি প্রক্টর ও বিভাগের শিক্ষক আবদুল কুদ্দুস সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।