প্রেস বিজ্ঞপ্তি (১৭ ডিসেম্বর ২০১৯): নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভারতের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ-সুবিধা ও স্কলারশীপ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীস্থ সহকারি ভারতীয় হাইকমিশনের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ১৭ ডিসেম্বর মঙ্গলবার দেড়টায় রাজশাহী আলুপট্টিস্থ ইউনিভার্সিটির কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহীস্থ সহকারি ভারতীয় হাইকমিশনার শ্রী সঞ্জীব কুমার ভাটি। এসময় উপস্থিত ছিলেন ভারতীয় প্রতিনিধি দলের অতিথি সদস্যবৃন্দ। সেমিনারে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি’র উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক। প্রধান অতিথি ও অন্যান্য সদস্যবৃন্দ শিক্ষার্থীদের ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রী অর্জনে আগ্রহীদের স্কলারশীপ এবং অন্যান্য সুযোগ-সুবিধা সর্ম্পকে ধারণা দেন। সেমিনারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে তথ্য উপস্থাপন করেন। সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।