১৭ মার্চ, ২০১৮:
প্রেস বিজ্ঞপ্তি : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযত মর্যাদায় উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার রাজশাহীর আলুপট্টিস্থ ইউনিভার্সিটির একাডেমিক ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন ইউনিভার্সিটির ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট কথাসাহিত্যিক ও বরেণ্য কবি অধ্যাপিকা রাশেদা খালেক ও উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অবায়দুর রহমান প্রামাণিক, চীফ কো-অর্ডিনেটর প্রফেসর ড. পি.এম.সফিকুল ইসলাম, রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. ওয়াজেদ আলী, প্রক্টর ড. আজিবার রহমান প্রমূখ। বিকেল ৪টায় ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটার মধ্যদিয়ে শিশু শিল্পীদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দুইটি গ্রুপে বিভিন্ন বয়সের শিশুরা অংশ নেন।