প্রেস বিজ্ঞপ্তি (১৬ ডিসেম্বর, ২০২১): নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এনবিআইইউ) যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগরীর চৌদ্দপাই-এ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া সকাল ৯টায় রাজশাহী বিশ^বিদ্যালয় শহীদ মিনারে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ ও এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর দিবসের তাৎপর্য তুলে ধরে ক্যাম্পাসে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান নারীনেত্রী ও সুসাহিত্যিক অধ্যাপিকা রাশেদা খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি ট্রেজারার প্রফেসর ড. মদন মোহন দে, চীফ কো-অর্ডিনেটর প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম এবং মানননীয় উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেকের অস্ট্রেলিয়া প্রবাসী নাতনি। ছাত্রকল্যাণ উপদেষ্টা হাসান ঈমাম সুইট এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রক্টর, সহকারি প্রক্টরসহ বিভিন্ন বিভাগের কো-অর্ডিনেটর, শিক্ষক- কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।