প্রেস বিজ্ঞপ্তি (১৬ ডিসেম্বর ২০১৯): নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এনবিআইইউ) যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসের শুরুতে সোমবার সকালে রাজশাহী নগরীর বিনোদপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় নগরীর আলুপট্টিস্থ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে একটি বিজয় র্যালি নিয়ে রাজশাহী কলেজ শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্পস্তবক অর্পণ করেন। সেখানে শহীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। দিবসের তাৎপর্য তুলে ধরে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে সকাল ১১টায় ইউনিভার্সিটির একাডেমিক ভবনের কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মদন মোহন দে, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মকসুদুর রহমান, ইংরেজি বিভাগের প্রফেসর মো. আব্দুর রউফ। আলোচনা করেন প্রক্টর ড. আজিবার রহমান, সহকারি প্রক্টর আব্দুল কুদ্দুস, শিক্ষক এয়ারফ আলী, হাসান ঈমাম সুইট প্রমুখ। সভায় ইউনিভার্সিটির রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা সঞ্চালনা করেন আইন বিভাগের কো-অর্ডিনেটর ড. নাসরিন লুবনা। অনুষ্ঠানের সভাপতি উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক বলেন, বিজয় আমাদের গর্ব, বিজয় আমাদের অহংকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একাত্তরে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশের বিজয় অর্জন করেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা, আশা-আকাঙ্খা বঙ্গবন্ধু কন্যা লালন করেন। ফলে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক সকল সূচকে বাংলাদেশ এখন অনেক এগিয়ে। নতুন প্রজন্ম আমাদের বিজয়ের ও স্বাধীনতার চেতনায় এগিয়ে যাবে এবং দেশকে সমৃদ্ধ করবে এমনই প্রত্যাশা করেন তিনি।