১৬ ডিসেম্বর ২০১৮ :
প্রেস বিজ্ঞপ্তি : নাটোর-রাজশাহী মহাসড়কের দক্ষিণ পার্শ্বে আঞ্চলিক গম গবেষণা কেন্দ্রের বিপরীত দিকে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (এনবিআইইউ) স্থায়ী ক্যাম্পাসের (প্রস্তাবিত) ফটক উন্মোচন করা হয়েছে। ১৬ ডিসেম্বর রবিবার বেলা ১১টায় ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের মাননীয় চেয়ারম্যান বিশিষ্ট নারীনেত্রী অধ্যাপিকা রাশেদা খালেক ফটক উন্মোচন করেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক, উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, ট্রেজারার প্রফেসর মো. অবায়দুর রহমান প্রামানিক, ট্রাস্টি বোর্ডের কো-চেয়ারম্যান প্রফেসর ড. ফারজানা নিক্কন, সদস্য ফারহানা শাওন, রিয়াজ মোহাম্মদ ও অনন্য ইসলাম নির্ঝর সহ ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অন্যান্যদের মধ্যে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য প্রফেসর মুহম্মদ নূরুল্লাহ্, মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মো. শাহ্ আজম (শান্তনু), গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. দুলাল চন্দ্র বিশ্বাস এবং আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল আলিম প্রমুখ।