১৬ জুলাই ২০১৯ :
প্রেস বিজ্ঞপ্তি : ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর এ্যামেরিটাস ড. বরুণ কুমার চক্রবর্তী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এনবিআইইউ) ক্যাম্পাস পরিদর্শন করেছেন। মঙ্গলবার দুপুরে তিনি নগরীর আলুপট্টিতে অবস্থিত ইউনিভার্সিটি ক্যাম্পাস পরিদর্শন করেন এবং বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে মতবিনিময় করেন। পরে তিনি এনবিআইউ’র ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান অধ্যাপিকা রাশেদা খালেক ও উপাচার্যর্ শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। উপাচার্য এবং চেয়ারম্যান তাঁকে নিজেদের প্রকাশিত বই উপহার দেন। এসময় উপস্থিত ছিলেন, এনবিআইইউ’র উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল প্রমুখ। পরে তিনি এনবিআইইউ’র বিভিন্ন প্রশাসনিক দপ্তর ও শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার পরিবেশ দেখে মুগ্ধ হন।