প্রেস বিজ্ঞপ্তি (১৬ মার্চ ২০২০): নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ক্লাস পার্টির আয়োজন করা হয়। সোমবার দুপুরে রাজশাহী আলুপট্টিস্থ ইউনিভার্সিটিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ একটি সমৃদ্ধ বিভাগ। শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তার পরিচয় পাওয়া যায়। পড়াশুনার পাশাপাশি এ ধরণের সহশিক্ষামূলক কর্মক্রমের মাধ্যমে বিভাগের শিক্ষার্থীরা কর্মজীবনে স্বাক্ষরতার অবদান রাখবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের স্বনাম বয়ে আনবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান নারীনেত্রী কবি ও কথাসাহিত্যিক অধ্যাপিকা রাশেদা খালেক, প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল জলিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মকসুদুর রহমান। শিক্ষার্থীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগের কো-অর্ডিনেটর আফরোজা অ্যানি স্বাগত বক্তব্য রাখেন ও অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।