প্রেস বিজ্ঞপ্তি (১৫ সেপ্টেম্বর ২০২১): নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর, ২০২১) বেলা ১১টায় রাজশাহী নগরীর চৌদ্দপাইস্থ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বরেণ্য কথাশিল্পী, নারীনেত্রী অধ্যাপক রাশেদা খালেক এবং প্রতিষ্ঠাতা উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক। এসময় প্রধান অতিথির বক্তব্যে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রাশেদা খালেক বলেন, বৃক্ষ সৃষ্টিকর্তার অশেষ নিয়ামত। বৃক্ষ মানব শিশুর মতো। বৃক্ষ মানুষকে বেড়ে উঠতে শেখায়। একজন শিশু যেভাবে বেড়ে উঠে বৃক্ষ একইভাবে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় বেড়ে উঠে। বৃক্ষ ফল দেয়, ছায়া দেয়, জীবন বাঁচায়। তিনি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করেন।
পঅনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠাতা উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী সকলকে বৃক্ষরোপণের উপর জোর দিয়েছেন। নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণের মাধ্যমে আমরা দেশকে সমৃদ্ধি করতে পারবো। বৃক্ষের সুফল পাবেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকল মানুষ। এজন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে জড়িত সকলকে বৃক্ষের রক্ষণাবেক্ষণের উপর গুরুত্বারোপণ করেন। বৃক্ষরোপণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. মদন মোহন দে, চীফ কো-অর্ডিনেটর প্রফেসর ড. পিএম সফিকুল ইসলাম। ছাত্রকল্যাণ উপদেষ্টা হাসান ঈমাম সুইট-এর সঞ্চালনায় অনুষ্ঠানে ইউনিভার্সিটির রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ শেষে দোয়া পরিচালনা করেন প্রক্টর ড. মো. আজিবার রহমান।