প্রেস বিজ্ঞপ্তি (১৫ আগস্ট ২০২০): নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এনবিআইইউ)-তে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে শনিবার সকালে রাজশাহী নগরীর বিনোদপুরে ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর সকাল ১০টায় সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বরেণ্য কথাশিল্পী নারীনেত্রী অধ্যাপিকা রাশেদা খালেক। সভাপতির বক্তব্য রাখেন ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও কলামিস্ট প্রফেসর ড. আবদুল খালেক। এসময় ইউনিভার্সিটির চিফ কো-অর্ডিনেটর প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম, রেজিস্ট্রার জনাব রিয়াজ মোহাম্মদ, প্রক্টর ড. আজিবার রহমান, সহকারী প্রক্টর এম. এ. কুদ্দুস সহ স্বাস্থ্যবিধি মেনে প্রশাসনের সীমিত সংখ্যক উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে জীবন দিতে হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান নায়ক, তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাঁরা ১৫ আগস্ট ইতিহাসের নিষ্ঠুরতম এই হত্যাকান্ডের নেপথ্যে ষড়ষন্ত্রকারীদেরও বিচার দাবি করেন।