১৮ সেপ্টেম্বর ২০১৮:
প্রেস বিজ্ঞপ্তি: নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স প্রোগ্রামের ৮ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর আলুপট্টিস্থ ইউনিভার্সিটির কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট নারীনেত্রী অধ্যাপিকা রাশেদা খালেক। ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য বিশিষ্ট লোকবিজ্ঞানী প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, চিফ কো-অর্ডিনেটর প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম, রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ, বিভাগের প্রফেসর ড. মোসাঃ ছায়িদা আকতার। স্বাগত বক্তব্য রাখেন বিভাগের কো-অর্ডিনেটর ও প্রক্টর ড. আজিবার রহমান। প্রভাষক হাফিজুর রহমান-এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক আব্দুল্লাহ সরকার ও বিভাগের শিক্ষার্থীবৃন্দ। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে রোকনুজ্জামান, আনোয়ার হোসেন, মঈনুদ্দিন, দুরুল হোদা, জান্নাতুল ফেরদৌস, শফিকুল আলম, আব্দুর রাজ্জাক ও একরামুল ইসলাম নিজেদের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন।