নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গণেও আলো ছড়াবে: রা.বি উপাচার্য

প্রেস বিজ্ঞপ্তি (১৪ মার্চ ২০২২) : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-তে (এনবিআইইউ) নবীন বরণ উৎসব-২০২২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় রাজশাহী নগরীর মতিহারের চৌদ্দপাই এলাকায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার প্রধান অতিথি হিসেবে নবীন শিক্ষার্থীদের বরণ করেন। অনুষ্ঠানে রাবি উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার বলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনির্সিটি রাজশাহী নগরীতে মনোরম পরিবেশে নিজস্ব ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এই বিশ্ববিদ্যালয়ের উদোক্তারা দেশের বরেণ্য শিক্ষাবিদ। সুতরাং আমি মনে করি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গণেও আলো ছড়াবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষকমণ্ডলীগণ নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে শিক্ষার্থীদের নিজ নিজ বিশ^বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে পারবেন। প্রয়োজনে বিভিন্ন চুক্তি সম্পাদনের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আধুনিক প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবে। তিনি ইউনিভার্সিটির শিক্ষার পরিবেশ দেখে মুগ্ধ হন এবং বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের মাননীয় চেয়ারম্যান বিশিষ্ট নারীনেত্রী, কবি ও সাহিত্যিক অধ্যাপক রাশেদা খালেক বলেন, এই বিশ^বিদ্যালয় শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ গড়ার কাজ চালিয়ে যাচ্ছে। পড়ালেখার পাশাপাশি তিনি শিক্ষার্থীদের সংস্কৃতিবান ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠার পরামর্শ দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনবিআইইউ উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, কলামিস্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক। তিনি নবীন শিক্ষার্থীদের দিক-নির্দেশনামূলক বক্তব্যে বলেন- এই বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের আধুনিক ও যুগোপযোগি শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তাই শিক্ষার্থীদেরকেও চিন্তা-চেতনা, শিষ্টাচার, জ্ঞান অন্বেষণ, স্বনির্ভর এবং সকল ক্ষেত্রে কর্মমুখি ও আধুনিক হয়ে গড়ে উঠার প্রতি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মদন মোহন দে, চীফ কো-অর্ডিনেটর এবং আইকিউএসরি ডিরেক্টর প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মকসুদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ। ছাত্রকল্যাণ উপদেষ্টা হাসান ঈমাম সুইটের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের কো-অর্ডিনেটর, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যান্ন ভোজের আয়োজন করা হয়।