প্রেস বিজ্ঞপ্তি (১৩ ডিসেম্বর ২০১৯): নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) সমাজবিজ্ঞান বিভাগের ১ম অ্যালামনাই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী ইউনিভার্সিটির সামনে রাজশাহী নগরীর আলুপট্টিস্থ বঙ্গবন্ধু চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট নারীনেত্রী অধ্যাপিকা রাশেদা খালেক বলেন, অ্যালামনাই সম্মেলন মানেই নতুন পুরাতনের মিলনমেলা। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাত্র ৬ বছরে সমাজবিজ্ঞান বিভাগ অ্যালামনাই সম্মেলন আয়োজন করেছে এটি একটি বৃহৎ কাজ। যা অন্যান্য বিভাগের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, নিষ্ঠা, কর্মদক্ষতা ও ভালোবাসার মাধ্যমেই্ এই ধরনের কর্মসূচি আয়োজন করা সম্ভব হয়েছে। এজন্য তিনি বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিজয়ের মাসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সভাপতির বক্তব্যে ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক বলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগ থেকে পড়ে কোনো শিক্ষার্থী বেকার নেই। সবাই কর্মক্ষেত্রে নিজেদের অবস্থান করে নিতে পেরেছে জেনে আমি খুবই আনন্দিত। অ্যালামনাই সম্মেলনে এসে তারা ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণ করছেন। সকলের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগের মধ্যে সমাজবিজ্ঞান বিভাগ ১ম এই সম্মেলন আয়োজন করায় তিনি বিভাগের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. মদন মোহন দে। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় চেয়ারম্যান ড. কামরুন্নাহার। স্মৃতিচারণ করেন অ্যালামনাস শিক্ষার্থী রোকনুজ্জামান ও আয়েশা আখতার। শিক্ষার্থী রেদওয়ানা বর্ষা ও বিজয়ের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুকসুদুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক কানিজ ফাতেমা কানন, রাবেয়া খাতুন, ড. আজিজুল আলম ও বিভাগের শিক্ষার্থীবৃন্দ। দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীতে প্রদক্ষিণ করে। এরপর শুক্রবার বেলা ১১টার দিকে আলুপট্টিস্থ বঙ্গবন্ধু চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। আলোচনা সভার শুরুতে ১ম অ্যালামনাই সম্মেলন উপলক্ষে প্রকাশিত একটি স্যুভিনির মোড়ক উন্মেচন এবং অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীবৃন্দ।