প্রেস বিজ্ঞপ্তি (১৩ মার্চ, ২০২৫): নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ)-এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আয়োজিত মহান স্বাধীনতা দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা-২০২৫ এর ফলাফল প্রকাশ এবং বিজয়ীদেও মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। ”ব্যক্তি স্বাধীনতা না রাষ্ট্রের স্বাধীনতা-কোনটি অগ্রাধিকারযোগ্য” শিরোনামে আয়োজিত এই উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো কবির উদ্দিন, ২য় স্থান অর্জন করেন আইন বিভাগের শিক্ষার্থী মাহফুজ আহমেদ এবং ৩য় স্থান অর্জন করেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নিশাত তাসনিম। বৃহস্পতিবার (১৩ মার্চ, ২০২৫) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের ১ম, ২য় ও ৩য় পুরস্কার হিসেবে ২৫০০, ২০০০ এবং ১০০০ টাকার সমমুল্যের প্রাইজবন্ড প্রদান করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে এনবিআইইউ উপাচার্য বিশিষ্ট প্রাণিবিজ্ঞানী ও প্রখ্যাত গবেষক প্রফেসর ড. বিধান চন্দ্র দাস, ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. মকসুদুর রহমান, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা ড. মোসা: নূর-এ এলিস আখতার জাহান, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মো: সাজেদুল ইসলাম, প্রক্টর এ জে এম নূর-এ আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক আফরোজা আক্তার অ্যানির সঞ্চালনায় বিভাগীয় প্রধান দোলন চক্রবর্তীসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।