১৩ মার্চ, ২০১৮:
প্রেস বিজ্ঞপ্তি : যুবসমাজকে সামাজিক নেতৃত্ব দানে উদ্বুদ্ধ করতে ব্রিটিশ কাউন্সিল, সিসিডি বাংলাদেশ ও রেডিও পদ্মা ৯৯.২ এফএম এর যৌথ উদ্যোগে রাজশাহীতে সপ্তাহব্যাপী লিডারশীপ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। মঙ্গলবার দুপুরে সমাপনী সেশন অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নারীনেত্রী, কবি ও সাহিত্যিক নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান অধ্যাপিকা রাশেদা খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বর্তমানে এনবিআইইউ’র উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক, বিশেষ অতিথি ছিলেন আইন অনুষদের ডিন প্রফেসর ড. হাবিবুর রহমান। গত মঙ্গলবার (০৬ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে রাজশাহীতে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ‘অ্যাক্টিভ সিটিজেন্স ইয়ুথ লিডারশিপ ট্রেনিং’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালায় যুবসমাজকে নাগরিক দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ইতিবাচক সামাজিক উদ্যোগ গ্রহণের সক্ষমতা তৈরীর মাধ্যমে সামাজিত নেতৃত্বদানে উদ্বুদ্ধ করা হয়। কর্মশালায় দুইটি পর্বে মোট ৭০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় সিসিডি বাংলাদেশ এর ৮৮তম ও ৮৯তম ব্যাচের প্রশিক্ষণার্থী হিসেবে শিক্ষার্থীদের এই ট্রেনিং দেওয়া হয়।