১৩ ফেব্রুয়ারি ২০১৯ :
প্রেস বিজ্ঞপ্তি : ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি মেতে উঠেছে রঙ আর সুবাসের উৎসবে। নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করা হয়েছে বাহারী রঙের ঋতু বসন্তকে। বসন্তকে বরণ করতে ফাগুনের প্রথম প্রহর থেকেই নগরীর চৌদ্দপাই-এ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস (প্রস্তাবিত) প্রাঙ্গণে আয়োজন করা হয় বসন্ত বরণ উৎসব। এদিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের উপস্থিতি ক্যাম্পাস প্রাঙ্গনকে করে মুখরিত। দিনব্যাপী ক্যাম্পাসের মুক্তমঞ্চে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে শিক্ষার্থীরা নৃত্য, সঙ্গীত, ক্রিড়া প্রতিযোগিতাসহ নানা অনুষ্ঠানমালার আয়োজন করে। বসন্তকে বরণ করতে ছেলেদের বাহারী রঙের পাঞ্জাবি আর মেয়েরা শাড়ি ও মাথায় ফুলের মুকুট পরে এসেছিলেন ক্যাম্পাসে। ক্যাম্পাসের প্রবেশ পথে বসেছিল আইন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পিঠার স্টল আর জামসেদ হোসেন টিপু’র ক্যাফে। শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাই নয়, বাইরের তরুণ-তরুণীরাও ক্যাম্পাসের নানা অনুষ্ঠানে এসে যোগ করেছে নতুন মাত্রা। এছাড়াও নানা আয়োজনে বসন্তকে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সংগঠন। বিজনেস স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাবিলা নওরিন বলেন, বসন্ত মানেই উৎসব আর রঙ। আর আমাদের স্থায়ী ক্যাম্পাসে এ বর্ষবরণের অনুষ্ঠান আয়োজন করায় আমরা গর্বিত। ক্যাম্পাসে যেন সেই রঙের ছাড়াছড়ি। শীত শেষে প্রকৃতির নবরূপের বাহার আর নানা আয়োজনের জন্যে বসন্তের প্রথম দিনটি স্থায়ী ক্যাম্পাসে আয়োজন করায় এটি খুবই উপভোগ্য ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নারীনেত্রী ও সংগঠক অধ্যাপিকা রাশেদা খালেক তরুণ শিক্ষার্থীদের বসন্তের সুবাসিত ফুলের শুভেচ্ছা জানান। তিনি শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি সংস্কৃতি চর্চার ভেতর মানবিক মূল্যবোধে মানুষ হয়ে উঠার পরামর্শ দেন। অনুষ্ঠানের সভাপতি এনবিআইইউ উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, কলামিস্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক এই বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের আধুনিক ও যুগোপযোগি শিক্ষা প্রদানে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা স্থায়ী ক্যাম্পাসে রূপ নিতে যাচ্ছি। শিক্ষার্থীদের জন্য এটি আনন্দের ও গর্বের বিষয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ, ফোকলোর বিজ্ঞানী প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, চীফ কো-অর্ডিনেটর প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ, প্রফেসর মুহম্মদ নূরুল্লাহ, প্রফেসর রুহুল আমিন প্রমাণিক প্রমুখ। শিক্ষক ড. নাসরিন লুবনার সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের কো-অর্ডিনেটর, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।