প্রফেসর ওয়াজেদ আলীর মৃত্যুতে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি (১৩ জানুয়ারি ২০২০): বিশিষ্ট ইতিহাসবিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ও সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. এম ওয়াজেদ আলী সোমবার (১৩ জানুয়ারি, ২০২০) সকালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...রাজেউন)। প্রফেসর ড. ওয়াজেদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপিকা রাশেদা খালেক ও উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক। এক শোক বার্তায় তাঁরা বলেন, প্রফেসর ড. এম ওয়াজেদ আলী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সূচনালগ্নে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের বিশিষ্ট ইতিহাসবিদ ও গবেষক ছিলেন। তাঁর মৃত্যু দেশের শিক্ষাঙ্গণে যে শূন্যতা তৈরি হলো তা পূরণ হবার নয়। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সোমবার বাদ জোহর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে গ্রামের বাড়ি নওগাঁয় দাফন কাজ সম্পন্ন হয়।