বিশিষ্ট কবি ও সংগীত শিল্পী অচিন্ত্য কুমার সরকারের একক সুরের সংগীত সন্ধ্যা

প্রেস বিজ্ঞপ্তি (১২ মে, ২০২৪): বিশিষ্ট কবি ও সংগীত শিল্পী অচিন্ত্য কুমার সরকারের একক সুরের সংগীত সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস। শনিবার (১১ মে, ২০২৪,) রাত ৮ টায় রাজশাহী নগরীর পদ্মা কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক হাসান আকতার, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার (টেকন), গীতিকার ও নাট্যকার সুখেন মুখোপাধ্যায়, রাজশাহী বেতারের সংগীত প্রযোজক মাকসুমুল হুড্ডা বাড্ডু। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন অচিন্ত্য কুমার সরকার। প্রধান অতিথি প্রফেসর ড. বিধান চন্দ্র দাস বলেন, সংগীতের মাধ্যমে মানুষের জীবনের সুখ, আনন্দ, ভালোবাসা, দুঃখ, আবেগ, অনুভূতির বর্হিপ্রকাশ ঘটে। বর্তমানে সামাজিক যোগাযোগে ব্যস্ত থাকায় সংগীত চচার্ কমে যাচ্ছে। সংগীত চচার্র মাধ্যমে মানুষের আকাঙ্খাকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যায়। ফলে এ ধরণের সংগীত চচার্ জরুরি অনুষ্ঠানে রাজশাহী বেতারের বিভিন্ন সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।