প্রেস বিজ্ঞপ্তি (১১ অক্টোবর, ২০২৫): নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের মাননীয় চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ শামা ওবায়েদ ইসলাম ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার (১১ অক্টোবর, ২০২৫) দুপুরে ইউনিভার্সিটির ট্রাস্টের বোর্ডের মিটিং রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সুষ্ঠুভাবে পরিচালনা ও উন্নয়নে সার্বিক পরামর্শ দেন। মতবিনিময় সভায় ইউনির্ভাসিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. আনসার উদ্দিন, নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মকসুদুর রহমান, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ইদ্রিস আলীসহ সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।