প্রেস বিজ্ঞপ্তি (১০ জানুয়ারি ২০২০): নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাজশাহী নগরীর আলুপট্টিস্থ ইউনিভার্সিটির কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট নারীনেত্রী অধ্যাপিকা রাশেদা খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় চেয়ারম্যান ও প্রক্টর ড. আজিবার রহমান। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক আব্দুল্লাহ সরকার, তামান্না সিদ্দিকী ও বিদায় শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের অতিথিবৃন্দ সম্মাননা স্মারক প্রদান করা হয়। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ ও নীতিবান মানুষ হিসেবে গড়ে উঠার পরামর্শ দেন। এসময় বিদায়ী শিক্ষার্থীরা অনুভূতি ব্যক্ত করেন।
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় রাজশাহী মহানগরীর আলুপট্টিস্থ ইউনিভার্সিটিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট কথাশিল্পী, নারী উদ্যোক্তা ও নারীনেত্রী অধ্যাপিকা রাশেদা খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মকসুদুর রহমান। সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক। স্বাগত বক্তব্য রাখেন বিভাগের শিক্ষক আফরোজা আক্তার এ্যানি, তসলিম হাসান সাগর এবং বিদায়ী শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ফুল, ক্যালেন্ডার, ক্রেস্ট, স্যুভিনির, ফাইল ও কলম প্রদান করেন।