প্রেস বিজ্ঞপ্তি (১০ জানুয়ারি ২০২০): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে শীতার্ত দরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে আলুপট্টিস্থ দৈনিক বার্তা কমপ্লেক্সে ইউনিভার্সিটির টিএসসি-তে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট নারীনেত্রী অধ্যাপিকা রাশেদা খালেক। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা উপহার দিয়েছেন। তিনি গরীব দুঃখী মানুষের কথা ভাবতেন। আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে আমরা শীতার্ত দুস্থ মানুষকে কিছু দিতে পেরে আনন্দিত। আমাদের এই সহায়তা অব্যাহত থাকবে। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।