প্রেস বিজ্ঞপ্তি (০৯ জুন ২০২৪): ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর ড. অনিলাভ কবিরাজ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস পরিদর্শন করেছেন। রবিবার (০৯ জুন, ২০২৪) বেলা ১২ টায় তিনি রাজশাহী নগরীর চৌদ্দপাইস্থ ক্যাম্পাসে আসেন এবং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ও বর্তমান উপদেষ্টা প্রফেসর ড. আবদুল খালেক এবং উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে ড. অনিলাভের মিসেস এবং ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব এ্যানিমেল এন্ড ফিশারিজ সায়েন্সেস ইউনিভার্সিটির অধ্যাপক প্রফেসর ড. বিপুল কুমার দাস উপস্থিত ছিলেন। তাঁরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস পরিদর্শন করে ভূয়সী প্রশংসা করেন। এসময় প্রফেসর ড. অভিনাভকে প্রফেসর ড. আবদুল খালেক বই এবং উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস ইউনিভার্সিটির শুভেচ্ছা উপহার প্রদান করেন। উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী ইন্টারন্যাশনাল ফিসারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনিলাভ কবিরাজ।