প্রেস বিজ্ঞপ্তি (০৮ সেপ্টেম্বর, ২০২৫): নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্স ‘শিখা প্রকল্প’র উদ্যোগে শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর, ২০২৫) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই প্রশিক্ষণে ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। রাজশাহীতে নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করবে ‘শিখা প্রকল্প’। এই প্রকল্পের আওতায় জেন্ডার বেসড ভায়োলেন্স, বুলিং এবং যৌন নির্যাতন প্রতিরোধে বিশ্ববিদ্যালয়গুলির অভ্যন্তরীণ ছাত্র ও বিভিন্ন ক্লাবের নির্বাচিত শিক্ষার্থীদের জন্য সুরক্ষা সচেতনতা বিষয়ক ট্রেনিং সেশন অনুষ্ঠিত হয় । রাজশাহীতে নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্স এর অধীনে কাজ করবে ‘শিখা প্রকল্প’। যা জেন্ডারভিত্তিক সহিংসতা, হয়রানির প্রতিরোধ এবং প্রতিক্রিয়া জোরদার করে ব্যক্তিগত ও জনপরিসরে নারীর জন্য নিরাপদ পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করবে। আগামী চার বছরে প্রকল্পটি রাজশাহীসহ পাঁচটি গুরুত্বপূর্ণ জেলায় বাস্তবায়িত হবে। রাজশাহী জেলায় ৯টি উপজেলার ৬০টি স্কুল ও ৪টি ইউনিভার্সিটি নিয়ে কাজ করবে। এরই ধারাবাহিকতায় সোমবার নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত ‘শিখা প্রকল্প’র শিক্ষার্থীদের সচেতনতামূলক ট্রেনিং সেশন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির যৌন নির্যাতন বিষয়ক প্রতিরোধ কমিটির সেক্রেটারি ডঃ নাসরিন লুবনা। ট্রেনিং সেশনটি পরিচালনা করেন ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্স এর সিনিয়র সোশ্যাল কমপ্লায়েন্স ডেভেলপার রাশেদ-উজ-জামান ভুঁইয়া। ট্রেনিং এ অংশগ্রহন করেন নর্থ বেংগল ইউনিভারসিটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এ সময় তারা এই উদ্যোগকে অতন্ত যুগোপযোগী ও প্রয়োজনীয় বলে জানান। শিখা প্রকল্পের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রধান অতিথির ড. নাসরিন লুবনা বলেন, একটি নতুন বাংলাদেশ গড়তে হলে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কর্মক্ষেত্র পর্যন্ত সকল ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, যেখানে সিদ্ধান্ত গ্রহণে সবার সমান অধিকার থাকবে। জেন্ডারভিত্তিক সহিংসতাকে শুধু মাত্র নারীর সমস্যা হিসেবে দেখে না বরং মানবাধিকার, উন্নয়ন ও সামাজিক চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত করা হয়। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি আরও বলেন, সত্যিকারের পরিবর্তন তখনই আসবে যখন শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা ব্যক্তিগতভাবে নারী-পুরুষের সমতার গুরুত্ব উপলব্ধি করবে। ব্লাস্ট ও ইপসা’র সহযোগিতায় শিখা প্রকল্প বাস্তবায়ন করছে ব্র্যাক। কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিসর এবং ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদ পরিবেশ গঠনের পাশাপাশি এই উদ্যোগটি আইনি সংস্কারের পক্ষে সুপারিশ প্রণয়ন, কার্যকর বাস্তবায়ন প্রক্রিয়া জোরদার এবং ক্ষতিকর সামাজিক রীতি ও লিঙ্গগত বৈষম্যের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। এসময় শিখা প্রকল্পের কর্মকর্তা কাজী লুতফুন নাহার এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই শিখা প্রকল্পের সারসংক্ষেপ উপস্থাপন করেন| এ সময় তিনি বলেন, ব্র্যাকের শিখা প্রকল্পটি নারায়ণগঞ্জসহ ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহী জেলায় পরিচালিত হবে। ফেব্রুয়ারি ২০২৫ থেকে জানুয়ারি ২০২৯ মেয়াদী এ প্রকল্পের লক্ষ্য লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার নিশ্চিত করা। বিশেষত শিক্ষা প্রতিষ্ঠান, গণপরিবহন, তৈরি পোশাক কারখানা ও অনলাইন প্লাটফর্মে যৌন হয়রানি ও বুলিং প্রতিরোধে কাজ করবে এই প্রকল্প। প্রকল্পটি ২৭০টি মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম পরিচালনার পাশাপাশি আরএমজি সেক্টর, গণপরিবহন ও স্থানীয় কমিউনিটিতেও সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে।