প্রেস বিজ্ঞপ্তি (৮ মার্চ ২০২০): নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এনবিআইইউ) ‘ঐতিহাসিক ৭ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ’ র্শীষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১২টায় ইউনিভার্সিটির কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক সভাপতির বক্তব্যে বলেন-ইতিহাসের সত্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইতিহাসের সত্য তিনি জাতির পিতা, ইতিহাসের সত্য শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ। যার ফলশ্রুতিতে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। যতই ষড়যন্ত্র হোক না কেন ইতিহাস থেকে কখনো এই সত্য মুছে ফেলা যাবে না। বাংলাদেশ এখন সর্বক্ষেত্রে উন্নয়নে এগিয়ে যাচ্ছে। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. মদন মোহন দে, আইন অনুষদের ডিন প্রফেসর হাবিবুর রহমান, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মকসুদুর রহমান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর আব্দুর রউফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক জোনাব আলী, শিক্ষার্থী ইয়াসিন আরাফাত, অরবিন্দ। সভায় ইউনিভার্সিটির রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ, প্রক্টর ড. আজিবার রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা সঞ্চালনা করেন আইন বিভাগের কো-অর্ডিনেটর ড. নাসরিন লুবনা।