প্রেস বিজ্ঞপ্তি (৫ ডিসেম্বর ২০১৯) : নর্থ বেঙ্গল ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য মরহুম অধ্যাপক শামসুল আলম স্মরণে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে তাঁর রুহের মাগফেরাত কামনা করে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোক সভায় ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপিকা রাশেদা খালেক, উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক, চিফ কো-অর্ডিনেটর প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম, প্রয়াতের পুত্র আবু আল হাসান প্রিন্স, মেজো বোন রিজিয়া বেগম, ছোটভাই আলতাফ হোসেন এবং রা.বি. ফোকলোর বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শহিদুর রহমান উপস্থিত থেকে মরহুম শামসুল আলমের স্মৃতিচারণ করেন। এসময় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কথাসাহিত্যিক অধ্যাপিকা রাশেদা খালেক আবেগঘন পরিবেশে বলেন- মরহুম শামসুল আলম মহামানবের গুণাবলির অধিকারী ছিলেন। তিনি পিতা-মাতার সেবায় উদাহরণ সৃষ্টি করেছেন। বাবা-মার জন্য বিভিন্ন জায়গায় চাকুরি ছেড়ে পিতা-মাতার সেবায় নিয়োজিত থেকেছেন। বাবা-মার আশির্বাদ তাঁকে ঘিরে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কল্যাণে তিনি সারাক্ষণ কাজ করেছেন। বিশ্ববিদ্যালয় তাঁর কাছে চিরকাল ঋণি হয়ে থাকবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক বলেন- শামসুল আলম বিনয়ী, ভদ্র, দায়িত্বশীল, শিষ্টাচারী, আদর্শ একজন শিক্ষক ছিলেন। তাঁর মৃত্যু সকল হৃদয়কে স্পর্শ করেছে। তিনি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে প্রাণ দিয়ে ভালো বেসেছেন। সবসময় বিশ্ববিদ্যালয়ের উন্নতির চিন্তা করেছেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ট্রাস্টি বোর্ডের কো-চেয়ারম্যান প্রফেসর ড. ফারজানা নিক্কন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, ট্রেজারার প্রফেসর ড. মদন মোহন দে, রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আইন বিভাগের কো-অর্ডিনেটর ড. নাসরীন লুবনা’র সঞ্চালনায় শোক সভা ও দোয়া মাহফিলে মরহুম শামসুল আলমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন প্রক্টর ড. আজিবার রহমান।