০৩ মার্চ, ২০১৮:
প্রেস বিজ্ঞপ্তি : বিশিষ্ট শিক্ষাবিদ, কলামিস্ট অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও ধিক্কার জানিয়েছেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক। তিনি অবিলম্বে ড. জাফর ইকবালের উপর হামলাকারীদের সনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রফেসর ড. আবদুল খালেক দ্রুত ড. জাফর ইকবালের সুস্থতা কামনা করেন।