০২ মে ২০১৯ :
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি রাজশাহী’র উদ্যোগে নবনিযুক্ত রাজশাহীস্থ ভারতীয় সহকারি হাই কমিশনার শ্রী সঞ্জীব কুমার ভাটি-কে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় নগরীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি রাজশাহী’র সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, রাজনীতিবিদ প্রফেসর ড. আবদুল খালেক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. বিধান চন্দ্র দাস বাংলাদেশ-ভারত সম্পর্ক: একুশ শতকের বাস্তবতা শিরোনামে একটি পাওয়ার পয়েন্ট পেজেন্টেশন উপস্থাপন করেন। অনুষ্ঠানে সমিতির উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী জিন্নাতুন নেসা তালুকদার, সদস্য অধ্যাপিকা রাশেদা খালেক, সহ-সভাপতি প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম, ইঞ্জি. তাজুল ইসলাম, অধ্যক্ষ সফিকুর রহমান বাদশা, যুগ্ম-সম্পাদক প্রফেসর ড. সুজিত কুমার সরকার, প্রফেসর ড. সাবরিনা নাজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক অনিল কুমার সরকার, শিল্প ও বাণিজ্য সম্পাদক ইন্দ্র ভূষন তরফদার, সদস্য প্রফেসর ড. আবদুল জলিলসহ সমিতির বিভিন্ন পর্যায়ের কার্যনিবাহী সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্রী সঞ্জিব কুমার ভাটি-কে অভিনন্দন জানিয়ে উভয় দেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। অনুষ্ঠানে কবিকুঞ্জের সভাপতি অধ্যাপক রুহল আমিন প্রামাণিক কবিকুঞ্জের পক্ষ থেকে নবনিযুক্ত সহকারি হাই কমিশনার শ্রী সঞ্জীব কুমার ভাটি-কে ফুলেল শুভেচ্ছা জানান।