০২ এপ্রিল, ২০১৮ :
প্রেস বিজ্ঞপ্তি : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক আসিব রহমান ইউনিভার্সিটি অব ওলোংগং (University of Wollongong) এর স্কলারশিপে পিএইচডি ডিগ্রী অর্জনে অস্ট্রেলিয়া যাচ্ছেন। এ উপলক্ষ্যে সোমবার বেলা ১২টায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি ল্যাবে শিক্ষক আসিব রহমানকে বিদায় সংবর্ধনা ও অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে এনবিআইইউ’র উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল বলেন, শিক্ষক আসিব রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দূত হিসেবে অস্ট্রেলিয়াতে সুনাম ছড়াবেন। কর্মে, বিকাশে, উন্নয়নে, সৃষ্টিতে সমৃদ্ধ করবেন জাতি এবং দেশকে। অন্যান্যদের মধ্যে শিক্ষক আসিব রহমানের স্মৃতিচারণ করেন, ইউনিভার্সিটির রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের কো-অর্ডিনেটর রাকিবুল হাসান, সিএসই বিভাগের শিক্ষক রোকনুজ্জামান খান, ইফতেখার হোসেন, শিক্ষার্থী নাঈম উজ জামান তানবীর প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কো- অর্ডিনেটর বিপ্লব কুমার পাল।এসময় অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।