০১ ফেব্রুয়ারি ২০১৮:
প্রেস বিজ্ঞপ্তি : মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক মনোনীত নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য পদে প্রফেসর ড. আবদুল খালেক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান বরেণ্য কথাসাহিত্যিক অধ্যাপিকা রাশেদা খালেক উপাচার্যের হাতে নিয়োগপত্র তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির চিফ কো-অর্ডিনেটর প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম, রেজিস্ট্রার রিয়াজ মোহম্মদ, জনসংযোগ দপ্তরের পরিচালক এম এ কাইউম, আইটি অফিসার জামসেদ হোসেন টিপু প্রমুখ। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক বলেন, আমি আনুষ্ঠানিকভাবে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব গ্রহণ করলাম। উন্নতমানের উচ্চশিক্ষা প্রদানে আমার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। আধুনিক ও যুগোযোগীর শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরীতে আমি সকলকে সাথে নিয়ে কাজ করে যাবো। উল্লেখ্য, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, কলামিস্ট, রাজনীতিবিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক দ্বিতীয় বারের মতো নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে উপাচার্য পদে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হলেন। বুধবার এ সংক্রান্ত আদেশ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পৌঁছালে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।