প্রয়াত শিক্ষক মোখলেছুর রহমান পলাশ স্মরণে নর্থ বেঙ্গল ইন্টান্যাশনাল ইউনিভার্সিটিতে শোক সভা

৩০ জুলাই ২০১৯ :
প্রেস বিজ্ঞপ্তি : মোখলেছুর রহমান পলাশ, Moklasur Rohoman Polashনর্থ বেঙ্গল ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস স্টাডিজ বিভাগের শিক্ষক মোখলেছুর রহমান পলাশের অকাল মৃত্যুতে মঙ্গলবার (৩০ জুলাই, ২০১৯) বেলা ১১টায় তাঁর রুহের মাগফেরাত কামনা করে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এ শোক সভায় ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান অধ্যাপিকা রাশেদা খালেক, উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক, উপ-উপাচার্য প্রফেসর ড. আবদুল জলিল, ট্রেজারার প্রফেসর ড. মদন মোহন দে, রেজিস্ট্রার, প্রক্টর, প্রয়াত শিক্ষকের বড় ভাই মাজেদুল ইসলাম (রাতুল)সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থেকে শিক্ষক পলাশের স্মৃতিচারণ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক বলেন-মানুষ সবচেয়ে বেশি ভালবাসে তার নিজের জীবনকে। যারা নিজের জীবন উৎসর্গ করেন তারা মহামানবের অধিকারী। পলাশও মহামানবের গুনাবলীর অধিকারী। পলাশের মৃত্যু সকল হৃদয়কে স্পর্শ করেছে। তিনি জীবন দিয়ে জাতীয়ভাবে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচিতি তুলে ধরেছেন। এজন্য আজীবন বিশ্ববিদ্যালয় তার কাছে ঋণী থাকবে। শোক সভা থেকে ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক শিক্ষক পলাশের নামে ইউনিভার্সিটির বিজনেস স্টাডিজ বিভাগের শিক্ষক লাউঞ্জের নাম ‘পলাশ শিক্ষক লাউঞ্জ’ এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ‘পলাশের নামে একটি হল/ছাত্রাবাসের নামকরণের প্রস্তাব করেন। এছাড়া উপাচার্য নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি’র শিক্ষকদের জীবন রক্ষায় ভূমিকা রাখায় পলাশ ও নৌকার মাঝিকে ‘শ্রেষ্ঠ বীর’ হিসেবে চিহিৃত করেন এবং নৌকার মাঝিকে পুরস্কৃত করার ঘোষণা দেন তিনি। শোক সভায় শিক্ষক পলাশের রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন ইউনিভার্সিটির প্রক্টর ড. আজিবার রহমান।