নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কেন্দ্রীয় গ্রন্থাগারে ইন্টিগ্রেটেড লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম (আইএলএস) সফ্টওয়ার চালু

প্রেস বিজ্ঞপ্তি (৩০ মে ২০২৪): নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কেন্দ্রীয় গ্রন্থাগারে “ইন্টিগ্রেটেড লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম” (আইএলএস) সফ্টওয়ার চালু করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে, ২০২৪) সকাল ১০ টায় ইউনিভার্সিটির কনফারেন্স রুমে অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করেন ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক অধ্যাপক রাশেদা খালেক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা উপাচার্য ও বর্তমান উপদেষ্টা প্রফেসর ড. আবদুল খালেক। ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মকসুদুর রহমান, কলা ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. আব্দুর রউফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ড. আবদুল কুদ্দুস। উদ্বোধনী অনুষ্ঠানের পরে ইন্টিগ্রেটেড লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম-এর ব্যবহার সংক্রান্ত একটি ওর্য়াকশপ অনুষ্ঠিত হয়। ওর্য়াকশপটি পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের উপ-গ্রন্থাগারিক ও এনবিআইইউ'র গ্রন্থাগারের উপদেষ্টা জনাব ননী গোপাল রায়। ওর্য়াকশপে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আবদুল খালেক বলেন, আইএলএস চালুর মাধ্যমে এনবিআইইউ'র কেন্দ্রীয় লাইব্রেরিতে সম্পূর্ণ অটোমেশন কার্যক্রম শুরু হলো। বর্তমান সরকার বিশ্ববিদ্যালয়গুলোতেই-রিসোর্স বাড়াতে তাগাদা দিচ্ছে, যেকারণে লাইব্রেরির আধুনিকায়ন ও অটোমেশন খুবই জরুরি। লাইব্রেরির এই আধুনিকায়নের মাধ্যমে এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, গবেষকসহ সকল লাইব্রেরি ব্যবহারকারীগণ সমানভাবে উপকৃত হবেন। যেখানে আধুনিক লাইব্রেরির সুবিধা, ই-জার্নাল ও লাইব্রেরি ব্যবহারকারীর নিয়ামক হিসেবে কাজ করবে। ইতোমধ্যে আমাদের কেন্দ্রীয় লাইব্রেরিতে ডিজিটাল এনভায়রনমেন্ট দৃশ্যমান হয়েছে। সেজন্য তিনি এর সঙ্গে সংশ্লিষ্ট লাইব্রেরি পরিবারকে সাধুবাদ জানান।