প্রেস বিজ্ঞপ্তি (২৬ নভেম্বও, ২০২৪): নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণসভা এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক বিশিষ্ট লেখক ও প্রাবন্ধিক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইউনিভার্সিটির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মকসুদুর রহমান। বৈষম্যবিরোধী আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ ইউনিভার্সিটির উর্ধতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস। দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।